সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু আরও ৮ জনের

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এনিয়ে সোমবার (৫ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেছেন ৭৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৭১ জন।

জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষায় ১৬ জনের ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩৮টি নমুনা পরীক্ষায় ৮৬ জনসহ মোট ১০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।