সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ১০ জনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/Satkhira-medical-সাতক্ষীরা-মেডিকেল.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা যায়।
এদিকে এসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১১ জনের।
এ নিয়ে জেলায় বুধবার (৭ জুলাই) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন।
আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৮৬ জন।
জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছেন ১০ জন। এরমধ্যে সামেক হাসপাতালে ৯ জন ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।’
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলো- তালা উপজেলার দুধলে গ্রামের মৃত খোরাম হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (৬৫) ও একই উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত মুকুর দাসের ছেলে গোবিন্দ দাস (৬১), রামেরডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জুফিকার আলী (৫৯), শহরের কামালনগর এলাকার দেলদার রহমানের ছেলে মাহাবুবার রহমান (৭০), সদরের আলীপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী নাজমুন নাহার (৩০), আশাশুনির বাইনতলা গ্রামের মৃত অযেদ আলীর ছেলে লুৎফার রহমান (৬০), দেবহাটার চন্ডিপুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী শাহানাজ (৩২), কলারোয়ার তালুনদিয়া গ্রামের গোলাম রুহুলের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও যশোরের কেশবপুরের মাত্তারাডাঙ্গা গ্রামের প্রবীর কুমারের স্ত্রী ডলি (৩৭)।
এছাড়া সাতক্ষীরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
এদিকে এসময় জেলায় ৪০৬ নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সামেক হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষায় ৪১ জনের ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১১টি নমুনা পরীক্ষায় আরও ৭০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ২৭ দশমিক ৩৪ শতাংশ।
তিনি আরো বলেন, ‘মঙ্গলবার (৬ জুলাই) পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৪ জনে। আর জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৬ জন।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন