সাতক্ষীরায় গলাকাটা লাশ উদ্ধার
সাতক্ষীরায় এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকালে নিহতের স্ত্রী, ভাতিজা ও এক প্রতিবেশীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আগের রাত ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামে নিহতের বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় দিনমজুর।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গলা কেটে এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে মাঠে কাজ করছে পুলিশ।
এলাকাবাসীসহ নিহতের পরিবারের সদস্যরা জানান, আজিজ মোল্যা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। বাবা বাড়ি না ফেরায় রাতে সাড়ে ১০টার দিকে নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম তার ছোটভাই হাফিজুল ইসলামকে সাথে নিয়ে খুঁজতে বের হন।
এক পর্যায়ে বাড়ির পেছনে বাঁশ বাগানের পথের ধারে তার রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে কাঁদতে থাকেন তারা।
গ্রামবাসী সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন