সাতক্ষীরায় ঘের থেকে যুবক ও হাসপাতাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/Satkhira-two-deadbody-recover-pic-copy.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে মাছের ঘের থেকে যুবকের হাত পা বাঁধা এবং দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান, ‘শুক্রবার সকালে সাতক্ষীরা শহরতলীর বকচরা গ্রামের একটি ঘের থেকে হাত পা বাঁধা অবস্থায় আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বকচরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।’
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, ‘শুক্রবার ভোরে উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মোহাম্মদ আলী নামের (৭১) এক কৃষকের মরদেহ হাসপাতালের গ্রীলে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি বুধবার প্রসাবের জ্বালা যন্ত্রণা নিয়ে সেখানে ভর্তি হন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ‘এ বয়োবৃদ্ধ ব্যাক্তির কীভাবে মৃত্যু হয়েছে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা সম্ভব।’
পুলিশ জানায়, উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন