সাতক্ষীরায় জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ
সাতক্ষীরায় জন্ম ও মৃত্যৃ নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ এবং BDRIS Software ব্যবহার সংক্রান্ত দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল বুধবার সাতক্ষীরা জেলা শিল্প কলা একাডেমিতে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যৃ নিবন্ধন) এর সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যৃ নিবন্ধন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (যুগ্ম সচিব) মির্জা তারিক হিকমত।
বিশেষ অতিথি হিসেবে জন্ম ও মৃত্যৃ নিবন্ধন এর উপস্থাপন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (যুগ্ম সচিব) আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জন্ম ও মৃত্যৃ নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ এবং BDRIS Software ব্যবহার সংক্রান্ত দিন ব্যাপী প্রশিক্ষণার্থী সাতক্ষীরা জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব বৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন