আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে
সাতক্ষীরায় জার্মান উপ-রাষ্ট্রদূতের ত্রাণ বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/10/IMG_-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার দেবহাটায় আম্ফানে ও করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত জার্মান উপ-রাষ্ট্রদূত কনস্টানজ্যা যারিনজার।
রবিবার সকালে জার্মানী সরকারের অর্থায়নে মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেপলামমেন্টের বাস্তবায়নে স্থানীয় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান উপ-রাষ্ট্রদূত কনস্টানজ্যা যারিনজার।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, সহকারী সিনিয়র পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন