সাতক্ষীরায় দেয়াল চাপা পড়ে নিহত ১, আহত ৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/download.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার পৌর এলাকার পলাশপোলে দেয়াল চাপা পড়ে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত যুবকের নাম ইয়াছিন আলী সরদার (২০)। সে স্থানীয় ইমান আলী সর্দারের ছেলে। আহতরা হলেন বেল্টু, বাবলু ও রাজা।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল গ্রামে বিকেলে মোবাইলে খেলার সময় এক যুবক নিহত হন ও
তিনজন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা: আসাদুজ্জামান নুর বলেন, সোমবার বিকেলে দেয়াল চাপাপড়ার হিস্টোরি নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে
চারজনকে নিয়ে আসে তাদের মধ্য থেকে একজন মৃত ছিল। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন