সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সাতক্ষীরায় ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচ (তিন দিনব্যাপী) শেষ হয়েছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দ্বিতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার কাজী হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সভাপতি, সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা।

দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন অধ্যাপক দিদারুল আলম।

সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।

বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান, পুরোহিত কার্তিক চন্দ্র মুখার্জী, সাংবাদিক আমিনুর রশিদ, ফরিদা আক্তার বিউটি, আমিনা বিলকিস ময়না, মাওলানা সিরাজুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।

১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা গত ১০ সেপ্টেম্বর শুরু হয়। পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৫ জন করে (১২দিনে, সর্বমোট ১০০ জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।