সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে আওয়ামীলীগের সদর
নির্বচনী এলাকার সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় শহিদ আব্দুর
রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৫-ই আগস্টের প্রস্তুতি সভায়
বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে-১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল ও
তাবারক বিতরণ এবং মন্দিরে প্রার্থনা, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ এবং সদর নির্বাচনী এলাকার পৌরসভার ৯টি ওয়ার্ডে ও ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দের মাঝে ১৫ আগস্টের খরচ বাবদ ৫০০০ টাকা করে বিতরণ। এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত এবং আওয়ামীলীগ
আয়োজিত ১৫ আগস্টের অনুষ্ঠানে স্বস্ফুর্তভাবে অংশগ্রহণ।
১৫ আগস্টেও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, মো. কামরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ
সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, পৌরসভার ৬ নং
ওয়ার্ড আওয়া লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনূর আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, ৩ নং
ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুস সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর
রহমান মিল্টন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, দীপ, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার
মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কওছার আলী, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর
রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন