সাতক্ষীরায় বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা সাইক্লিস্টস গ্রুপের যৌথ উদ্যোগে মুজিববর্ষ বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে এই রেসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেসটি শুরু হয়ে পর্যায়ক্রমে খুলনা রোড মোড়, আমতলা, বিনেরপোতা, বাইপাস সড়ক, সাতক্ষীরা মেডিকেল, ইটাগাছা, নিউ মার্কেট মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাপ্ত হয়।
মোট ৭০ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলা সাইকেল, এমটিবি ও রোড বাইক নিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতায় ১ম স্থান দখল করেন জুয়েল হোসেন, ২য় স্থান দখল করেন তাওহীদ হাসান এলিয়েন, ৩য় স্থান ইমদাদুল, ৪র্থ স্থান মুহা. ইব্রাহিম হাসান খান ও ৫ম স্থান দখল করেন আব্দুল আলিম।

রেসটিতে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা তথ্য অফিস ও জেলা রোভারের সদস্যবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানে সার্বিক দিক নির্দেশনায় ও সাতক্ষীরা সাইক্লিস্টস এর জুয়েল ওসমান ও ফাহাদ হোসেনের তত্ত্বাবধায়নে রেসটি সম্পন্ন হয়।