সাতক্ষীরায় মহিলাদের আরবী শিক্ষা ও সেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন
সাতক্ষীরার আশাশুনিতে মহিলাদের আরবী শিক্ষা ও সেলাই প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট-৩২৮ এর প্রতিষ্ঠাতা ও ডিসট্রিক্ট চেয়ারম্যান মনোয়ারা রহমানের পক্ষে বুধবার উপজেলার বড়দল ইউনিয়নে মধ্যমপাড়ায় উক্ত প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি নার্গিস জামায়েত।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল জি.এম জামায়েত হোসেন, সংগঠনটির আই.এস.ও সামিনা ইসলাম, সদস্য মাহবুবা জামান ও আয়েশা চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য জি.এম আব্দুর রশিদ, বিশিষ্ট্য সমাজ সেবক জি.এম হারুনার রশিদ প্রমুখ।
এ সময় তিনি বলেন অবহেলিত জনগোষ্ঠির বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে এখানে মহিলাদের সেলাই প্রশিক্ষন ও আরবী শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান, আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন