সাতক্ষীরায় মোদির আগমনে নতুন সাজে শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির
সাতক্ষীরার শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবর পেয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে শ্যামনগর উপজেলার ১০ সহস্রাধিক মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। এ সফর সূচির অংশ হিসেবে মোদির আগামী ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করার কথা রয়েছে। এমন খবরে অন্যান্য মহলের মতো শ্যামনগরে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তারা মোদিকে স্বাগত জানানোর প্রস্তুতিও নিচ্ছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী ২৭ মার্চ শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে আসবেন। সেখানে তিনটি হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। মন্দির সংস্কারের কাজ চলছে পুরোদমে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের পৃথক নিরাপত্তা টিম ঘটনাস্থল সফর করেছে। তারা মোদির নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা করবে বলে জানা গেছে।
সাতক্ষীরা থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাবেন মোদি, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। এরপর সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের ওড়াকান্দিতে যাবেন।
সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের ২০ হাজারেরও বেশি মানুষ রয়েছেন। তাদের মধ্যে কেবলমাত্র শ্যামনগর উপজেলায় রয়েছেন ১০ হাজারেরও বেশি। আগামী ২৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির এ মন্দির সফর যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিভিন্ন মহল।
ভারত-বাংলাদেশ মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা ৫ কোটির বেশি। এর মধ্যে প্রায় ৩ কোটির বসবাস পশ্চিমবঙ্গে।
যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ।
তিনি জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি শনিবার ও মঙ্গলবার এই মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। পূজা অর্চনায় শত শত ভক্তের সমাগম ঘটে বলেও তিনি জানান।
সাতক্ষীরা জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি সভাপতি কৃষ্ণান্দ মুখার্জী জানান, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে।
সাতক্ষীলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রায় এক ঘণ্টা শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরার শ্যামনগরে আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দির সংসকার কাজ চলছে। তার নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন