সাতক্ষীরায় মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উদযাপন
সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ মে) সকাল ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো: শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর বাবলুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব। এ সময় আবু বক্কর সিদ্দিকী, মিজানুর রহমান (বাবলু), সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রক্তের বিনিময়ে প্রাপ্ত ১৮৮৬ সালের অর্জন আজ নিশেঃষ হওয়ার পথে। দেশীয় অর্থনীতির চাকা আমাদের শরীরের ঘামের ওপর দাঁড়িয়ে আছে। অথচ করোনা সংক্রমণের কালে সংকটের মুখে আমরা। এখন শ্রেণী বৈষম্য বাড়ছে, বাড়ছে চরম দারিদ্রের সংখ্যা। আরতাই শাসকশ্রেণীর অযোগ্যতা, স্বাস্থ্যখাতসহ সর্বত্র চরম অব্যবস্থাপনা, চুরি-চামারী, লুটপাট আর ঘুষ দুর্নীতির কারণে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের জীবন জীবিকা ও অধিকার প্রতিষ্ঠায় মহামারী ও পুঁজিবাদ বিদায় করার দিপ্ত শপথ নেবার ডাক দিয়ে যাচ্ছে আজকের মে দিবস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন