সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কম্বল বিতরণ করা হয়েছে।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার উপার্চায ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র উদ্যেগে সাতক্ষীরা জেলার দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও প্রলয় কারিগরি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত জেলার ৪টি উপজেলার বিভিন্ন গ্রামের ১৫০০ মানুষের মাঝে সংস্থাটির কো-অডিনেটর মিজানুর রহমান এর সার্বিক তত্তাবধানে সংস্থার কর্মকর্তাগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার সংগঠক ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতার মাধ্যমে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন