সাতক্ষীরায় সবজির আধুনিক উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/Satkhira-Pic-ll-02-oct.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত সব্জির আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
শনিবার বেলা ১১টা থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হারুনর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. এম. এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বারি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামরুল ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধনকালে ড. এম. এম কামরুজ্জামান বলেন, কৃষি ফসলে বৈদেশিক নির্ভরতা কমিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করা আমাদের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে বারি উদ্ভাবিত সব্জির আধুনিক উৎপাদন কলাকৌশল কৃষকের মাঝে সহজীকরণও আমাদের লক্ষ্য।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন