সাতক্ষীরায় স্বামীর মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে।
শাকদাহ ব্রিজের কার্নিশে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম চুমকি (৩৮)। তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসাদুর রহমান (টুকু)। তাদের বাড়ি আশাশুনি উপজেলা সদরের আশাশুনি গার্লস স্কুলের পাশে। তাদের দুই ছেলে রয়েছে।
তারা খুলনা থেকে ব্যক্তিগত কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালক স্বামী আসাদুর রহমান রাস্তার তুলনায় ব্রিজ ছোটো সেটি আঁচ করতে পারেনি। স্ত্রী একপাশের পা ব্রিজের কোনায় ধাক্কা লেগে ছিঁটকে রাস্তায় পড়ে গেলে চলন্ত ট্রাক গায়ের ওপর উঠে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী চুমকির।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি।
স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়ক বড় হলেও সেই অনুপাতে ব্রিজ বড় না হওয়ায় এমন মৃত্যুর ঘটনা প্রায় ঘটছে। লাল সংকেত সহ ব্রিজ বড় করার দাবী নিয়মিত চলাচলকারীদের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন