সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ এবং মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪ টায় রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টোর নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম রাজিব, সদর উপজেলা শাখার সদস্য সচিব জাকির হোসেন আপীল, পৌর শাখার সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সহ- সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক জুলফিকার সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কাজী সোহেল, আশাশুনি উপজেলা শাখার আহবায়ক নুরে আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




