সাতক্ষীরায় হরতাল সফল করতে নিউ মার্কেট মোড়ে বামজোটের পথসভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/Untitl-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাজারের আগুন থেকে মানুষ বাঁচাতে আগামী ২৮ মার্চ ডাকা আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরার আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় শহরের নিউ মার্কেট মোড়স্থ স.ম আলাউদ্দিন চত্ত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী) এর সংগঠক অ্যাড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মো. মুনসুর রহমান প্রমূখ। এসময় পাদুকা বিপ্লবী শ্রমিক সংহতি এর আহবায়ক অনু দাস, সদস্য সচিব বরুন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পৌর প্রাথমিক কমিটির আহবায়ক মো. বায়েজীদ হাসান, সদস্য আহাজ উদ্দিন সুমন, ইসমাইল, রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেলায় দারিদ্র সীমার নিচে বসবাস করে ৫৬% মানুষ। এরমধ্যেই অধিকাংশই হতদরিদ্র ও নি¤œ মধ্যবিত্ত। অতিমারী করোনা তাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। ওই পরিস্থিতে কোনো রকমে নিজেদের আকড়ে মেলার চেষ্টা করলেও খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পূর্বের বছরও রমজানে তাদের একটি বড় অংশ টিসিবির মালামাল সংগ্রহ করতে পারিনি।
এবার রমজান উপলক্ষে সরকার ১ কোটি মানুষকে বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবির মালামাল পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে। যার সংখ্যা বর্তমানে অপ্রতুল। এই সংখ্যা বৃদ্ধি করে সরকারকে ১ কোটি নয়, বরং দেশের প্রত্যেকটি নি¤œবৃত্ত, নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবৃত্ত পরিবারের সদস্যদের মাঝে ন্যায্যমূল্যের কার্ড পৌঁছানোর পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালু এবং সারা বছর তা অব্যাহত রাখা দাবি করেন বক্তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন