সাতক্ষীরায় ৫দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের আবাসিক ক্যাম্প উদ্বোধন
সাতক্ষীরায় ফুটবল প্রশিক্ষণ এর আবাসিক ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামের সভা কক্ষে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল প্রশিক্ষণ এর আবাসিক ক্যাম্প উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবল প্রশিক্ষণ কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবল কবির খান বাপ্পী, আশশুনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স.ম সেলিম রেজা প্রমুখ।
ফুটবল প্রশিক্ষণ এর আবাসিক ক্যাম্পে উপজেলা থেকে বাঁছাইকৃত ২৪ জন উদীয়মান ফুটবল খেলোয়াড় নিয়ে ৫দিন ব্যাপী সাতক্ষীরা স্টেডিয়ামে এ ক্যাম্প পরিচালিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন