সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কমিটির দুর্নীতি ও নগদ অর্থ লোপাটের প্রমাণ লুকানোর টালবাহানা

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের বিগত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কর্তৃক ব্যাপক দুর্নীতি ও নগদ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
গত ইং ০৬ নভেম্বর ২০২৪ খ্রি: তারিখ সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি জেলা প্রশাসক কর্তৃক স্মারক নং- ০৫.৪৪.৮৭০০.০১০.৬০.০০৬.২৪- ২৫১ স্মারকে ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন।
বিগত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল মহামান্য হাইকোর্টে ১৪১৫০/২০২৪ খ্রি. তারিখে একটি রিট পিটিশন করেন জেলা প্রশাসক মহোদয়কে বিবাদী করে। উক্ত রিট পিটিশনের ভিত্তিতে ছয় মাসের জন্য কোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন।
উক্ত প্রেক্ষিতে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য মোঃ আবু শোয়েব মহামান্য সুপ্রিম কোর্ট এপেলিক ডিভিশনে ০৯/০৩/২০২৫ খ্রি: তারিখে উক্ত স্থগিতাদেশের বিরুদ্ধে ৮৬৯/২০২৫ নম্বর রিট পিটিশন দায়ের করেন এবং স্থগিতাদেশ পান।
উক্ত স্থগিতাদেশ পাওয়ার পর ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পুনরায় ক্ষমতাপ্রাপ্ত হন। এর প্রেক্ষিতে গত ০৪ দিন যাবত বিলুপ্ত কমিটির ক্যাশিয়ার মোঃ আব্দুল হামিদ কিছু কাগজপত্র আহবায়ক কমিটির সদস্য সচিবের কাছে বুঝিয়া দিয়া ক্ষমতা হস্তান্তরের তালবাহানা শুরু করেন। মূল রেজুলেশন বহি, ক্যাশ খাতা ও দোকান বরাদ্দের ষ্ট্যাম্প এছাড়া মিশনের মূল্যবান কাগজপত্র হস্তান্তর করিতে অপরাগতা প্রকাশ করেন। যাহা সম্পূর্ণ আইনবিরোধী।
এছাড়া বিগত কমিটির ব্যাপক দুর্নীতি ও নগদ অর্থ লোপাটের প্রমাণ লুকানোর জন্য ওই সকল ডকুমেন্ট দিতে অপরাগতা প্রকাশ করছে বলে মিশন সংশ্লিষ্ট সকলেই অনুমান করছে। এছাড়াও উক্ত কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করিতেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী আবেদন করেছে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য মোঃ আবু শোয়েব। এ ব্যাপারে সচেতন মহল ও মুসল্লিদের দাবি সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের বিগত কমিটির দুর্নীতি ও নগদ অর্থ লোপাটের অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন