সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ দফাদার নির্বাচিত হলেন কেরালকাতা ইউনিয়নের মুকুন্দ দাস
সাতক্ষীরা জেলার ২০২৩ সালের শ্রেষ্ঠ দফাদার নির্বাচিত হলেন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের দফাদার মুকুন্দ কুমার দাস।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামা (পিপিএম) এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করেন।
ব্যক্তিগত কর্মদক্ষতা ও ভালো কাজে স্বীকৃতি স্বরুপ এই ক্রেষ্ট ও প্রশংসা পত্র প্রদান করা হয়। জেলার ৭৮টি ইউনিয়নের ৭৮ জন দফাদারের মধ্যে
সংক্ষিপ্ত এক জরিপে কেরালকাতা ইউনিয়নের দফাদার
মুকুন্দ দাসকে এই পুরস্কার দেওয়া হয়। তার এই কৃতিত্বের জন্য কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ তার ইউনিয়ন দফাদারকে শ্রেষ্ঠত্বের পুরস্কারের জন্য পুলিশ সুপার মহোদয়কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
তিনি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ দফাদার নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
দফাদার মুকুন্দ দাস তার এ কৃতিত্বের জন্য ইউনিয়নের ৯ জন চৌকিদারের সার্বিক সহযোগিতার জন্য এ পুরস্কার পেয়েছেন বলে তাদেরকে ধন্যবাদ জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন