সাতক্ষীরা জেলা কৃষক লীগের তিনমাসের বৃক্ষ রোপণ কর্মসূচি ঘোষণা

সাতক্ষীরা জেলা কৃষক লীগের উদ্যোগে তিনমাসের বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে পৌর কৃষক লীগের সাথে মতবিনিময় করেছেন জেলা কৃষক লীগ।

সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি সফল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহযোগী হিসেবে কৃষক লীগের বিভিন্ন ইউনিটকে শক্তিশালী করাসহ বর্ষা মৌসুমে কৃষক লীগের পক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির এই ঘোষণা করা হয়।

জেলা কৃষক লীগের সহ-সভাপতি এ্যাড. আল মাহমুদ পলাশের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাংবাদিক সেলিম রেজা মুকুল, জেলা কৃষক লীগ নেতা সাংবাদিক এম শহিদুল ইসলাম, মাষ্টার এস এম শহিদুল ইসলাম, শাহাজান কবীর, বাবলুর রহমান, শফিউদ্দিন ময়না, আব্দুল মহিত, খন্দকার আনিসুর রহমান, আব্দুল খালেক, পৌর কৃষক লীগের রাশিদ হাসান চৌধুরী বাবু, আব্দুর রহমান, প্রদীপ দাস, আব্দুল কাদের, এ আর হাবীব, খুরশীদ আলম, আব্দুল্লাহ সরদার, কাশেম আলী, আনারুল ইসলাম, শাহানারা খাতুন,পৌর ১নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক মো. আবুল কালামসহ জেলা, সদর ও পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ।