সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মীর তানজীর প্রার্থী
আসন্ন ২২ নভেম্বর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গণকে আরো বেশি উজ্জীবিত করতে ও ক্রীড়া বান্ধব সাতক্ষীরা তৈরীর প্রত্যয় নিয়ে সাধারণ সম্পাদক পদে সময়ের যোগ্য প্রার্থী হিসাবে বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মীর তানজীর আহমেদ’র বিকল্প নেই। যিনি ঢাকা ১ম বিভাগ ও সাতক্ষীরা প্রিমিয়ার লীগের সাবেক ক্রিকেটার এবং একজন ভালো মানের খেলোয়াড়।
তিনি সাতক্ষীরায় একাধিকবার ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ বহু টুর্নামেন্টের আয়োজক এই বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মীর তানজীর আহমেদ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর তানজীর আহমেদ বলেন, ‘সাতক্ষীরা জেলা একটি সম্ভাবনাময় জেলা। বাংলাদেশের ক্রীড়াঙ্গণে এ জেলার ছেলে-মেয়েরা অনেক সুনাম অর্জন করে জেলাকে গৌরান্বিত করেছে। এ জেলার ক্রীড়াঙ্গণকে আরো গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যের সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতার মাধ্যমে নতুনভাবে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি একজন ক্রীড়া প্রেমিক। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তভূক্ত ক্লাব ছাড়াও জেলার সকল ক্লাবকে খেলা-ধূলার প্রসার ঘটানোর মাধ্যমে উজ্জীবিত করতে চাই। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থাকে খেলা-ধূলার মাধ্যমে যুব সমাজসহ সকলকে খেলার মাঠমুখী করতে আমি সকলের দোয়া ও ভালবাসা নিয়ে উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি আমার ভোটার নং-১১৪। জেলা ক্রীড়া সংস্থার ১৩৪ জন ভোটার আমাকে যদি জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে যোগ্য মনে করেন ইনশাল্লাহ অবশ্যই আমাকে ভোট দেবেন। আমি আশা করি মহান আল্লাহর রহমতে জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সকলের দোয়া ও ভালবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন