সবুরকে সভাপতি, বাবু সেক্রেটারি, তপু সাংগঠনিক

সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

আলহাজ্ব আব্দুর সবুরকে সভাপতি, শেখ শাহিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক ও শেখ ফরহাদ হোসেন তপুকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই ২০২৫) সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির উপদেষ্টা শেখ আজহার হোসেন, উপদেষ্টা শেখ মাছুম বিল্লাহ শাহিন, উপদেষ্টা মো.শফিকুল আলম শফি ও উপদেষ্টা মো.শাহিনুজ্জামান আলী শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১২ জুলাই সাতক্ষীরা জেলার অন্তর্গত সকল ঠিকাদারের মতামতের ভিত্তিতে পুরাতন কমিটি মেয়াদ উর্ত্তীর্ন হওয়ায় সাতক্ষীরা সকল উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দের সুপারিশে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে আগামি ০৩ (তিন) বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ৯৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি সাতক্ষীরা ঠিকাদার কল্যান সমিতির উপদেষ্টা পরিষদ অনুমোদন প্রদান করেন।