সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কলারোয়ার বাচ্চু ও গালিব

নবগঠিত সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন কলারোয়ার হাসান মাহমুদ বাচ্চু ও সদস্য সচিব মনোনীত হয়েছেন আসাদুল্লাহ আল গালিব।
অতিসম্প্রতি কেন্দ্রীয় কমিটি ঘোষিত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে তারা স্থান পেয়েছেন।
কমিটিতে এডভোকেট কামরুজ্জামান ভুট্টোকে আহবায়ক, প্রভাষক আনারুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও শেখ শরিফুজ্জামান সজীবকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন