সাতক্ষীরা পৌরসভার সিইও কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত করার নিন্দা ও প্রতিবাদ
সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন এর হাতে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩.০৬.২০২৪) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভা সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে হয়।
সভার বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি স্টেশনেই কোন না কোন ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি।
বক্তারা সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক মাশারফ হোসেন, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি শৈখ রফিকুল ইসলাম (শাওন), খবর বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম (বাবলু), সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাব-এডিটর মারুফ আহম্মদ খান (শামীম), সাংবাদিক সৈয়দ সাদিকুর রহমান, শেখ সেলিম হোসেন, শেখ সিরাজুল ইসলাম, আবু বকর, শেখ সাইদুজ্জামান প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন