সাতক্ষীরা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/20230418_111149-copy.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৪ হাজার ৬২০ জন অসহায় ও দুঃস্থ সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র মোট ৪৬ টন ২১০ কেজি চাল চাল বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমানসহ সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন