সাতক্ষীরা শহরের পলাশপোলে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা

সংসদ বিলুপ্ত, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবীতে শহরের পলাশপোলে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মোসলেম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মুনসুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রওনক বাসার, আব্দুল জব্বার মাস্টার, মহুয়া মঞ্জুরী, আব্দুল্লাহ আল গালিব (বাবলা) প্রমুখ।
সভায় সকলের সম্মতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মোসলেমকে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মুনসুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রওনক বাসার, আব্দুল জব্বার মাস্টার, মোঃ বায়েজীদ হাসান, আব্দুল্লাহ আল গালিব (বাবলা) কে সদস্য করে গণতন্ত্র মঞ্চের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির নেতৃবৃন্দ পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্দেশিত সকল কর্মসূচী যথাযথ ভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















