সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওই শপথ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।
শপথ গ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
শপথ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির মেম্বার মো. আবু সাইদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা কায়সারুজ্জামান হিমেল, জাতীয় পার্টি নেতা নূর মোহাম্মদ হোসেন ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতিসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
শপথ পরবর্তী নব নির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফকে ফুলেল শুভেচ্ছা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন