সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান বাবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ১শ’ ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী সাবেক সভাপতি এস এম শওকত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪২।
রিটার্নিং অফিসার জিয়াউর রহমান জানান, বেসরকারি ফলাফলে মশিউর রহমান বাবুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
অন্যান্য প্রার্থীদের ভোট যথাক্রমে গোলাম মোরশেদ পেয়েছেন ১৬ হাজার ৮শ’ ৫৯, সুশান্ত মন্ডল পেয়েছেন ১৮ হাজার ২শ’ ৬৯ ও শেখ তামিম আহমেদ সোহাগ পেয়েছেন ৩ হাজার ১শ’ ৪৮ ভোট।
তিনি আরও জানান, ৪লাখ ৬ হাজার ভোটের মধ্যে ভোট পড়েছে ৯২ হাজার ৫’ ১৪। প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় ২৩ ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















