সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সিনিয়র শিক্ষক জিএম আলতাব হোসেন, আবুল কালাম আজাদ, খান মাকসুদুর রহমান, মোবাশ্বেরুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ মুস্তাফিজুর রহমান, মোস্তফা খায়রুল আবরার গাজী মমিনউদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম।