সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত!

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের কালিয়ানী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

নিহতের নাম হাছানুর রহমান (৪০)। সে কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।

রবিবার (৯ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে কালিয়ানী ক্যাম্পের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ গুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়।

কুশখালি ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান- স্থানীয় কিছু লোকজন ভোর সাড়ে ৬ টার দিকে হাছানুরকে গুলিবিদ্ধ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার মৃত্যু হয়।
হাসানুর এলাকাতে মাদক পাচার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি জানান।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি বৈকারি ক্যাম্পের সুবেদার আবু তাহের জানান- হাসানুর একজন মাদক চোরকারবারি। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফেরার সময় বিএসএফের গুলিতে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।