সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় বিজিবি ও বিএসএফের মধ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঘোজাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে এ প্রতিযোগীতা হয়।
এসময় বিজিবি ও বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মৈত্রী ভলিবল প্রতিযোগীতায় বিজিবি দল বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কর্মকর্তা, সাংবাদিকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ভলিবল খেলা দেখেন।
এ ধরণের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি অধিনায়ক।
বিজিবি অধিনায়ক আরো বলেন, যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, ভারতের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ড. অতুল ফুলজুরি, চীফ নোডাল অফিসার শ্রী এসএস গুলিরিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন