সাতক্ষীরা সীমান্তে ২ ভারতীয়সহ ৪ জন আটক, মাদক উদ্ধার

সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২ ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার বিকেলে সীমান্তবর্তী রাজপুর এলাকা থেকে ভারতীয় ২ নাগরিকসহ ৩ জনকে ও বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, কলারোয়ার রাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নারায়ণ চন্দ্র রায় (৫১) ও কল্যাণী জেলার সূধীর সরকারকে (৫৭) আটক করে। তারা বিনা পাসপোর্টে বাংলাদেশে অবস্থান করছিল। এছাড়া একই এলাকায় অভিযান চালিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকালে বাপ্পা রহমান (৩০) নামের এক যুবককে শতাধিক পিচ ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

অপরদিকে, সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদসহ তাইফুর আলম নামের এক যুবককে আটক করেছে বিজিবি। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।