সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হচ্ছেন হবেন এরশাদ
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি শেখ আজহার হোসেন।
এ সময় তিনি আরও জানান, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বুধবার বিকেলে ফোনে বিষয়টি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনকে নিশ্চিত করেছেন। তাছাড়া, শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদ সাতক্ষীরা (শ্যামনগর) সফর করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি নুরুল ইসলাম, অর্থ সম্পাদক দারুল হুদা লালু, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পাটির যুগ্ম সম্পাদক রাজিবুল্লাহ রাজু, যুব সংহতি সাতক্ষীরা সদর শাখার সভাপতি আশিকুর রহমান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, যুব সংহতির সাবেক সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক একরাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আল রাজি রাজ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন