সাত কলেজকে বাদ দিতে আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসিস্থ) রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ঢাবি চাই বোঝামুক্ত, বাতিল কর অধিভুক্ত’, ‘রাখতে ঢাবির সম্মান, অধিভুক্ত বেমানান’ স্লোগানে মুখরিত করে তোলে রাজু ভাস্কর্য এলাকা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের ঢাবিয়ান বলে পরিচয় দিচ্ছে, যদিও আদৌ তারা ঢাবির শিক্ষার্থী নয়। অধিভুক্ত হওয়ার পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ব্যাংকের শাখাসমূহ ও যানবাহন ব্যবহারের মাধ্যমে অনধিকার চর্চা করছে।’
এক শিক্ষার্থী বলেন, ‘এমনিতেই নানা সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়। তার ওপর এখন অভিযুক্তদের আনাগোনা, ফলে ক্যাম্পাসে ঢাবিয়ানদের থাকায় দায় হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এছাড়া ঢাবিকে অধিভুক্তমুক্ত করার দাবিতে তারা বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে রেজিস্ট্রার ভবনে যান। তবে ভবনের গেট বন্ধ থাকায় আন্দোলনকারীরা (শিক্ষার্থীরা) গেটে ধাক্কাধাক্কি করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের দাবির বিষয়ে স্যারের (উপাচার্য) সঙ্গে আলাপ করে তোমাদের জানাব।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন