সানি লিওনের পোশাক ঠিক করার দুঃসাহসিক ছবি ফাঁস! (ভিডিও)
সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূমি’ ছবিটির একটি আইটেম গানে নেচেছেন সানি লিওন। সানি লিওনের এই আইটেম গানটি এখন আলোচনার শীর্ষে।
মিরা ভান্ডার স্টুডিওতে এই ছবির শ্যুটিংয়ের কাজ চলছিল।
সূত্রের খবর, সেই আইটেম সং-টির শ্যুটিং চলাকালিন আচমকাই সানির পোশাকে সমস্যা দেখা দেয়। গান চলাকালিনই তিনি নিজের পোশাক ঠিক করতে শুরু করেন। আর বিষয়টি একেবারেই সাবলীলভাবে সামলে নেন তিনি।
এই গানটির শ্যুটিং নিয়ে সানি লিওন জানিয়েছেন, ওমাঙ্গ কুমার এবং গনেশের সঙ্গে তিনি এই গানটির শ্যুটিংয়ের কাজটি করছিলেন। অন্যান্য গানের থেকে এই গানের ডান্স স্টেপও নাকি খুবই কঠিন ছিল। বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে এই গানটির শ্যুটের জন্য।
এই ছবির পরিচালক ছিলেন ওমাঙ্গ কুমার। টি-সিরিজ প্রোডাকশন কোম্পানির অধীনে চলছিল এই আইটেম সং শ্যুটিংয়ের কাজ। প্রোযোজক ভুষন কুমার এবং সন্দীপ সিং জানিয়েছেন, এই ছবির বিশেষ গানটির জন্যই ভূমি ছবিটি একটি আলাদা মাত্রা পাবে। চলতি বছরে আগামি সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবিটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন