সানি লিওন নয়, সালমানের পছন্দ মৌনিকে!
দাবাং-৩ ছবিতে আইটেম করা সম্ভব নয় মালাইকা অরোরার! তাই কানে এসেছিল- এবার ছবিতে আগের মতোই আইটেমে থাকবেন কারিনা কাপুর খান!
কিন্তু নতুন খবর বলছে অন্য কথা! যে কোনো কারণেই হোক, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও কারিনা ‘দাবাং ৩’-এ নাচবেন না! তাই শুরু হয়েছিল অন্য নায়িকার খোঁজ! এবং প্রযোজক আরবাজ যেমন, তেমনই পরিচালক প্রভু দেবারও পছন্দ ছিল এ ব্যাপারে সানি লিওনকে।
কিন্তু তাদের মত খারিজ করে সালমান ছবিতে নিতে চেয়েছেন মৌনি রায়কে, এমনটাই এখন খবর! নায়কের বক্তব্য, মৌনির শারীরিক গঠন গানের সঙ্গে পুরোপুরি মানাসই! সানি তার ধারে কাছেও নেই।
মৌনি কাজটা করতে রাজি হলে আর আইটেমের প্রথম ভিডিও দেখা গেলেই সালমানের ধারণা কতটা ঠিক সেটা বোঝা যাবে!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন