সাপের হাতেই প্রাণ গেল সাপ পাগল ব্যক্তির!
সাপদের জন্য কী করেননি তিনি! ভালোবেসে তিনি বহু সাপ পুষতেন। শুধু তাই নয়, অর্থ সংগ্রহ করে তাদের কল্যাণের জন্য উদ্যোগও নিয়েছিলেন।
এর কারণ একটাই- সাপ তার খুবই প্রিয় ছিল। তবে সাপদের প্রতি ড্যান ব্র্যান্ডন নামে সে ব্যক্তির এত ভালোবাসা শেষ পর্যন্ত বিফল হলো। সম্প্রতি দক্ষিণ ইংল্যান্ডের চার্চ ক্রুকহ্যামে তার নিজের বাসায় সাপদের মাঝেই তার লাশ পাওয়া গেল।
পুলিশ জানিয়েছে, তিনি সাপদের পোষার জন্য যে কক্ষে রাখতেন সেখানেই তার লাশ পাওয়া যায়। লক্ষণ দেখে প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। এক্ষেত্রে তার পোষা অজগর সাপ গলা জড়িয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেছে কি না, এ বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যে এমনভাবে হত্যার ঘটনা আগে ঘটেনি। আর এ বিষয়টি যদি সত্যিই হয়ে থাকে তাহলে তা হবে দেশটিতে প্রথম ঘটনা।
তবে ব্র্যান্ডন সাপ পালার ক্ষেত্রে বহুদিনের অভিজ্ঞ ছিলেন। তার বিশাল বার্মিজ প্রজাতির অজগরসহ বহু ধরনের সাপ ছিল।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি পাতাও তৈরি করেছিলেন। তবে গত ২৫ আগস্ট তিনি হঠাৎ মারা যান। ফলে তার অর্থ সংগ্রহের ফান্ড সংগ্রহের বিষয়টিও অনিশ্চিত হয়ে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন