সাপে কাটা ব্যক্তি বেঁচে ফিরেছে গ্রামে, গুজবে মাতোয়ারা এলাকায়
সাপে কাটা ব্যক্তি বেঁচে ফিরেছে গ্রামে, গুজবে মাতোয়ারা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। ফের কুসংস্কার বসত সুন্দরবনের গ্রামে। সাপের কামড়ে মৃত্যুর পর জীবিত হয়ে ফিরেছেন বলে দাবি করে চলছে মিথ্যার বেসাতি। আর তাতেই অলৌকিকতা আরোপ করে সেই ব্যক্তির বাড়িতে ভিড় জমাচ্ছেন ‘ভক্ত’রা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির।
জল-জঙ্গলে ঘেরা রায়দিঘিতে এমনিতেই কুসংস্কারের প্রভাব বেশি। সেখানেই মুনির নদীর তীরে রীতিমত পসরা সাজিয়ে বসেছেন ওই ব্যক্তি। দর্শনের পাশাপাশি পকেটে টাকাও গুঁজে দিয়ে যাচ্ছেন মানুষজন। এমনকী মোবাইলে দেওয়া হচ্ছে দক্ষিণা। ওই ব্যক্তির পাশাপাশি ভক্তকূলের দাবি, মনসার কৃপাতেই নাকি ওই ব্যক্তি জীবন্ত হয়ে ফিরে এসেছেন।
ওই ব্যক্তিকে নিয়ে বাইরের মানুষজন কয়েকজন মাতামাতি করলেও স্থানীয় মানুষরা কিন্তু বিরক্ত । তাঁদের কথায়, বিষয়টি নিয়ে পুলিশকে বার বার বলা সত্ত্বেও কেউ কোনও ব্যবস্থা নেয়নি। -জিনিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন