‘সাপ্তাহিক হলি’ সিলেটের স্টাফ রিপোর্টার রানা কে অব্যাহিত প্রদান
সিলেটের বহুল প্রচারিত সুনামধন্য সাপ্তাহিক “হলি সিলেট” পত্রিকায় কর্মরত স্টাফ রিপোর্টার মো. আব্দুল আলিম রানাকে অবহ্যাহিত প্রদান করা হয়েছে। (১১ জুন) হলি সিলেট অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে এক নোটিশের মাধ্যমে উক্ত পত্রিকার নির্বাহী সম্পাদক এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, স্টাফ রিপোর্টার মো. আব্দুল আলিম রানার কার্ডের মেয়াদ থাকা সত্ত্বে এক বা একাধিক নাম সর্বস্ব পত্রিকা ও বিভিন্ন চ্যানেল সহ লাইভে সংযুক্ত হয়ে হলি সিলেট পত্রিকায় নিয়োগের শর্ত ভঙ্গ করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর হতে হলি সিলেট পত্রিকা থেকে এ স্টাফ রিপোর্টারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(১১ জুন) হতে একাধিক পত্রিকার পরিচয়পত্রধারী রিপোর্টারগন “হলি সিলেট”পত্রিকার পরিচয়পত্র প্রদর্শন থেকে বিরত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া অদ্য তারিখ হতে একাধিক পত্রিকার পরিচয়পত্র বহনকারী ছাড়াও “হলি সিলেট “পত্রিকার নির্বাহী সম্পাদক সাক্ষরিত যে কোনো মেয়াদের হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় পত্র বাতিল বলে গন্য হইবে।
হলি সিলেট পত্রিকা কর্তৃপক্ষ মনোনীত স্টাফ রিপোটার, জেলা ও উপজেলা প্রতিনিধিদের নতুন ডিজাইনের হলি সিলেট লগো সম্বলিত পরিচয়পত্র প্রদান করা হবে। এতে কিউআরকোর্ড ও পিন নম্বর ব্যবহার করা হবে। ১২ জুন ২০২৪ ইং হইতে পূর্বের হলি সিলেট পত্রিকার পরিচয়পত্র প্রদর্শন করলে তাহা অবৈধ বলে বিবেচিত হইবে।
ঘোষণা প্রকাশের পর অবৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিপদগ্রস্থ হলে হলি সিলেট কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয়। এর পরেরও কোনো ব্যক্তি অবৈধ ভাবে পূর্বের হলি সিলেট পত্রিকার পরিচয়পত্র ব্যবহার প্রদর্শন করিলে তাহার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে “হলি সিলেট “পত্রিকা কর্তৃপক্ষ বাধ্য হইবেন বলে নির্বাহী সম্পাদক মো. জহুরুল ইসলাম জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন