সাপ-গিরগিটির লড়াইয়ের ভিডিও ভাইরাল

সাপ-গিরগিটির জীবন-মরণ এক লড়াইয়ের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল। থাইল্যান্ডের পাতায়ায় এই লড়াই প্রত্যাক্ষ করে স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল ব্যাচেলর (৫৪)।
এমন লড়াই দেখে ভয়ে একদমই পিছিয়ে যাননি ড্যানিয়েল। তাঁর বদলে এগিয়ে গিয়ে নাক গলান তিনি। সে সময় পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়।
ভিডিওটিতে দেখা যায়, একটি ‘গোল্ডেন ট্রি’ সাপ নীল ও কমলা রঙের একটি ‘টোকে গেকো’ প্রজাতির গিরগিটিকে আক্রমণ জড়িয়ে শ্বাসরোধের চেষ্টা করছে। তবে লড়াইটা একেবারেই একপেশে ছিল না। গিরগিটিটিও মরণ কামড় বসিয়েছিল সাপের শরীরে।
বাকিটা দেখুন ভিডিওতে-
https://youtu.be/97EW98NPaLw

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন