সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

জাতীয় নারী ফুটবল দলের স্বনামধন্য খেলোয়াড় সাফজয়ী ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন।

বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে প্রদত্ত ২ লক্ষ টাকার এই চেক ঋতুপর্ণার বোন পম্পি চাকমার হাতে তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক প্রদত্ত ২ লক্ষ টাকার চেক আনুষ্ঠানিকভাবে ঋতুপর্ণার বোন পম্পি চাকমার হাতে তুলে দেন।

জেলা প্রশাসক বলেন, ঋতুপর্ণা দেশের জন্য খেলেছেন। ঋতুপর্ণা চাকমা ফুটবল খেলায় দেশ-বিদেশে খ্যাতি ও সমৃদ্ধি অর্জন করেছেন। তবে এই খেলোয়াড়ের মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। তার মায়ের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেজন্য ক্রীড়া উপদেষ্টা ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।

‎এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, অ‌তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আ‌মিন, কাউখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিস‌ার কাজী মোঃ আ‌তিকুর রহমান, ডেপুটি নেজারত কালেক্টর (এন‌ডি‌সি) এস এম মান্না, ঋতৃপর্না চাকমার বোন পম্পি চাকমা ও তার বড় বোন জামাই সহ, স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ঋতুপর্ণার মা চিকিৎসাধীন রয়েছেন। মাঠে দেশের হয়ে খেলা ঋতুপর্ণা পরিবারের এই কঠিন সময়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নিঃশব্দে।