সাবিলা নূর ও নাইলার সঙ্গে কি করছেন হিরো আলম?
নেট দুনিয়ায় আলোচিত হিরো আলম এবার পারফর্ম করলেন হালের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর ও নায়লা নাঈমের সঙ্গে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ান প্রীতম হাসানের একটি আড়াই মিনিট দৈর্ঘ্যের গানে তাদের একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। ‘ভাইরাল’ শিরোনামের এই গানের ভিডিওতে আরো দেখা যাবে জনপ্রিয় মডেল-অভিনেতা তৌসিফকে।
সোমবার রাজধানীর মিরপুরের একটি স্টুডিওতে ভিডিওটির দৃশ্যধারণ হয়। খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
মূলত সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আলোচিতদের ‘আলোচনায় আসা’ নিয়ে গানটি করা হয়েছে। শুটিংয়েও সোশ্যাল মিডিয়ার আলোচিত বা ভাইরাল হওয়া ‘তারকা’দের হাজির করা হয়। গানের বিষয়বস্তু হলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল ব্যক্তিরা কীভাবে ভাইরাল হলেন, কেন হলেন— এসবই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন