সাবেক আইজিপি বেনজিরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও সাবেক অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ড. নয়ন বাঙালির ওপর হামলায় ঘটনায় এই হামলা দায়ের করা হয়।
বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নয়ন বাঙালির মা মেহরুন্নেসা হক।
পরে শাহবাগ থানাকে মামলাটি এফআইআ র হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন আদালত।
মামলার অন্যান্য আসামিরা হলেন- কৃষ্ণপদ রায়, কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মুজিবুল হক, ভোলার সাবেক এমপি নুরুন্নবী শাওনসহ ১১ জন এজহারভুক্ত ও অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২২ নভেম্বর বিএনপির দলীয় কর্মসূচি শেষে নয়ন বাঙালির নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাব থেকে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে মৎস্য ভবনের মোড়ে পরিকল্পিতভাবে তৎকালীন শাহবাগ থানার ওসি নাসির ও যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্বে পুলিশবাহিনী নয়ন বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে নয়ন বাঙালি দেশের বাইরে চিকিৎসাধীন আছেন।
বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মইনুল হোসেন অপু বলেন, মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন