সাবেক সচিবের লাইসেন্স করা পিস্তলের গুলিতে স্ত্রীর ‌‌‘আত্মহত্যা’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহমুদ রেজা খানের স্ত্রী মোছা. সুফিয়া খান স্বামীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

(রোববার) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর ইন্দিরা রোডের ৮১/৪ নং বাসায় গুলিবিদ্ধ হন সুফিয়া খান। পরে পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বামী সাবেক সচিব মাহমুদ রেজা খানের দাবি, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিল। আজ বিকেলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল ইসলাম জানান, গত চারদিন আগে মাহমুদ রেজা খান অবসরে যান। তার স্ত্রী আজ স্বামীর লাইসেন্সকৃত পিস্তলে গুলিবিদ্ধ হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনা আত্মহত্যা। ময়নাতদন্তের পর তা স্পষ্ট হবে।

মরদেহ এখনও স্কয়ার হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।