সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG_20231001_043515-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হোসেনের মালিকানাধীন পঞ্চম তলা বাড়ির চতুর্থ তলা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, স্বামী বাবুল হোসেন ও তার স্ত্রী মোছা. সহিদা ও তাদের ১২ বছরের ছেলে মেহেদী হাসান জয়।
নিহতের পাশের ফ্ল্যাটের গার্মেন্টস শ্রমিক ভাড়াটিয়া আঁখি আক্তার জানান, বাবুল তার পরিবার নিয়ে প্রায় ৭-৮ বছর ধরে এই বাসার দুই রুমের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তারা দুজনেই আলাদা পোশাক কারখানায় কাজ করতেন। তবে ফ্ল্যাটের অন্যদের সাথে তেমন পরিচয় তাদের ছিলো না। আজ সন্ধ্যায় চতুর্থ তলার বাবুল হোসেনের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। এসময় তাদের ফ্ল্যাটের বাইরের দরজা ভেড়ানো অবস্থায় ছিলো। পরে ভিতরে গিয়ে একটি কক্ষের বিছানায় মা ও তার ছেলে জয়ের লাশ ও আরেকটি কক্ষে বাবুলের হাত বাঁধা গলাকাটা লাশ দেখতে পাই। আমিই পুলিশের লাশ সনাক্ত করি।
আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম জানান, আমরা তেমন কিছু জানি না। আজ দুর্গন্ধ পেয়ে সবাই এসে দেখে এই অবস্থা। প্রথমে জয় ও তার মায়ের লাশ সবাই দেখতে পেলেও পরে আরেক কক্ষে জয়ের বাবা বাবুলের লাশ দেখতে পায় পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার বলেন, একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এখনও কারণ জানা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত শেষর পরবর্তীতে জানা যাবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন