সাভারের আশুলিয়ায় হাসপাতালে ঢুকে প্রেমিকাকে জখম
ঢাকার সাভারে প্রেমে বিচ্ছেদ চাওয়ায় এক নারীকে মারধর ও জখমের উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী নারী ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৩ জুন) বিকেলে এঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী নারী কনিকা আক্তার। গত ২৬ মে ওই ভুক্তভোগী নারী জীবনের নিরাপত্তা চেয়ে আগেও আশুলিয়া থানায় একটি জিডি করেন।
অভিযুক্ত সাকিব আসলাম (৩২) আশুলিয়ার গোকুলনগর এলাকার বাসিন্দা। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি সে একটি অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় প্রতিনিধি।
ভুক্তভোগী কনিকা আক্তার (৩৭) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নবীনগর এলাকার বাসিন্দা।
সাধারণ ডায়েরিতে বলা হয়, ২ বছর আগে ভুক্তভোগী নারী রেস্তোরাঁয় যাতায়াতের সুবাদে সাকিব নামে ওই যুবকের সাথে তার পরিচয় গড়ে ওঠে। ওই নারী বিবাহিত ও সন্তান থাকা সত্বেও তাকে প্রেমের ফাঁদে ফেলে সাকিব। একপর্যায়ে ভুক্তভোগী নারী জানতে পারেন প্রেমিক সাকিবেরও স্ত্রী আছে। বিষয়টি বুঝতে পেরে সাকিবের সাথে সম্পর্কের বিচ্ছেদ চান এবং যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সে ভুক্তভোগী ও তার ভাইকে হুমকিধমকি দিতে থাকে।
এর মধ্যে ওই নারী অসুস্থ হয়ে গত ৩০ মে আশুলিয়ার বাইপাইলে একটি হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে ২ জুন প্রেমিক সাকিব ওই নারীকে হাসপাতালে দেখতে যান।
একপর্যায়ে হাসপাতালের কেবিনের দরজা বন্ধ করে সাকিব ওই নারীকে উপর্যুপরি মারধরসহ জখম করে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সাকিব আসলামের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ওই নারী আগেও একটি জিডি করেছিলেন। সেটি তদন্তের পর আদালতে পাঠানো হয়েছে। সেটির নির্দেশনা এলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আজও একটি অভিযোগ পেয়েছি। ওসি স্যারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন