সাভারের জঙ্গী আস্তানায় পৌঁছেছে পুলিশের বোমা নিস্কীয়কারী দল
সাভারের জঙ্গী আস্তানায় পৌছেছে পুলিশের বোমা নিস্কীয়কারী দল।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে দলটি সাভারে পৌছায়। এরপরই তারা বাড়িটির ভিতরে প্রবেশ করে।
জঙ্গী আস্তানা সন্দেহে শুক্রবার রাত ১০ থেকে সাভারে নামা গেন্ডা এলাকায় ওই ছয়তলা বাড়িটি ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়িটিতে বিপুল পরিমান বিস্ফোরক মজুদ রয়েছে বলে জানিয়েছে তারা।
শুক্রবার রাতে ওই বাড়িটি ঘেরাও করার আগে সন্ধ্যায় সাড়ে সাত টায় একই এলাকায় অপর একটি ৫ তলা বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে ওই বাড়িটিতে সন্দেহভাজন জঙ্গী কিংবা কোন বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
এরপর রাতে দ্বিতীয় বাড়িটিতে তল্লাসী শেষে সেখানে বিপুল পরিমান বিস্ফোরক মজুদের তথ্য জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। রাত গভীর হওয়ায় অভিযান জোরালো করা হয়নি। সকালের পর পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বাড়িটি ঘিরে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দুরত্বে থাকার নির্দেশনা দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন