সাভারের স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড স্বামী
সাভারের কাতলাপুরে বিথি বেগম (২২)নামে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড স্বামী।
আজ বৃহস্পতিবার সকালে সাভারের কাতলাপুর এলাকায় জনৈক আবুল কাসেমের বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে কাতলাপুর এলাকায় নিজ ভাড়া বাড়িতে এক সন্তানের জননী স্ত্রী বিথি বেগমকে গলা টিপে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় স্বামী পোশাক শ্রমিক শহিদুল্লাহ সুমন। পরে দুপুরে প্রতিবেশীরা তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কিকারনে স্ত্রীকে হত্যা করেছে স্বামী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তিন বছরের একটি শিশু ছেলে রয়েছে ওই দম্পতির ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন